বেরোবি প্রতিনিধি :
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা (GDS) বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী নাজিলা শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি জানাজানি হওয়ার পর সহপাঠীরা পরীক্ষা প্রস্তুতির কারণে সঙ্গে যেতে না পারলেও দ্রুত এগিয়ে আসেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী।
খবর পেয়ে ছুটে যান ছাত্রদল নেতা ইয়ামিন, সুজন, জীম ও সজিব গাজী। পরে তাঁকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন আছেন নাজিলা।
এ ঘটনায় ছাত্রদল নেতারা বলেন, “আমরা সবসময় শিক্ষার্থী ভাই-বোনদের পাশে থাকার চেষ্টা করি। একটি মহল আমাদের নিয়ে অপপ্রচার চালালেও আমরা থামব না, বরং শিক্ষার্থীদের সেবায় কাজ করে যাব ইনশাআল্লাহ।”
একে