ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:
হানিফ পরিবহনের একটি বাসের ধাক্কায় ভুটভুটি উল্টে গিয়ে মজনু প্রামানিক (৪০) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় রাব্বি মজুমদার (১৫) নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে।
আজ রবিবার (২১ সেপ্টম্বর) আনুমানিক সকাল ১০টার দিকে নাটোর শহরের ট্রাফিক মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত মজনু প্রামানিক বাগাতিপাড়া তমালতলা নুরপুর চকপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মাছ কেনার উদ্দেশ্যে সিংড়া যাচ্ছিলেন। পথে তিনি এ দুর্ঘটনার স্বীকার হন। পরে ঘটনাস্থল থেকে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মজনুকে মৃত ঘোষণা করেন।
এদিকে আহত রাব্বি মজুমদারকে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুবুর রহমান জানান, এ বিষয়ে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।
একে