মো. মোস্তাফিজুর রহমান রিপন, ঝালকাঠি জেলা প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটি উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত পাঁচ দফা দাবির সমর্থনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় নলছিটি বাসস্ট্যান্ডস্থ শহীদ সেলিম চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ সেলিম চত্ত্বরে গিয়ে শেষ হয় এবং পরবর্তীতে সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা পি আর পদ্ধতি ও জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন আয়োজন এবং কেন্দ্র ঘোষিত পাঁচ দফা দাবির বাস্তবায়নের দাবিতে স্লোগান দেন।
প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএম কলেজ ছাত্র সংসদ (বাকসু)-এর সাবেক এজিএস ও ঝালকাঠি-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শেখ নেয়ামুল করিম। তিনি বলেন, “পিআর ও জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। আমরা এ বার নির্বাচনে কাউকে ভোট ডাকাতি করতে দেব না। এজন্য নেতাকর্মীদের সর্বদা সতর্ক থাকতে হবে।"
এমআই