তালুকদার হাম্মাদ, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফার্মেসি বিভাগের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। এসময় স্নাতক ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ এবং ২০১৭-২৮ শিক্ষাবর্ষের প্রবীণ শিক্ষার্থীদের বিদায়ী সম্মাননা স্মারক ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী লাবিব হোসেইন ইফতি ও নাফিছা আক্তারের যৌথ সঞ্চালনায় ও বিভাগের সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। এছাড়া উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলামসহ বিভাগের অন্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
এসময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, চাকরির বাজারে এই বিভাগের সুযোগ সুবিধা সবচেয়ে বেশি। স্নাতকোত্তর শেষ হওয়ার আগেই এ বিভাগের শিক্ষার্থীদের চাকরি হয়ে যায়। আমাদের মৌলিক অধিকারের মধ্যে অন্যতম চিকিৎসা। ঔষধের জোগান দিয়ে থাকে এই বিভাগের শিক্ষার্থীরা। এই বিভাগের চাহিদা বিশ্বব্যাপী সমাদৃত।
তিনি আরও বলেন, তোমরা যারা আজকে এই বিভাগ থেকে অত্যন্ত কষ্টের মধ্য দিয়ে পার করছো, এক সময় ফিরে তাকালে তোমরাই খুশি হবে। আর আমি সেই ব্যাপারে চেষ্টা করবো। আমাদের ১০ তলা একাডেমিক ভবনের কাজ শেষ হলে তোমাদের শ্রেণি সংকট নিরসন হবে, এছাড়া তোমাদের ল্যাব ও শিক্ষক সংকট দূরীকরণে আমরা দ্রুত পদক্ষেপ। আর তোমরা যারা বিদেশে উচ্চ শিক্ষাগ্রহণ করতে চাও তোমাদেরকে ইসলামী বিশ্ববিদ্যালয় সর্বাত্মক সহযোগিতা করবে।"
এমআই