তালুকদার হাম্মাদ, ইবি প্রতিনিধি:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার উদ্যোগে ২০০ ফলজ ও ঔষধি বৃক্ষ রোপণ করা হয়েছে।
গত এক সপ্তাহ ধরে বিশ্ববিদ্যালয়ের ৮টি হলে লিচু, আম, পেয়ারা, জলপাই, কাঠালসহ বিভিন্ন ঔষধি গাছ রোপণ করে তারা। একই তাদের সাথে তাদের এই কর্মসূচি চলমান থাকবে বলে জানান শাখা প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আবছার নবী হামজা।
এ ব্যাপারে শাখা ছাত্র শিবিরের সভাপতি মাহমুদুল হাসান বলেন, "আমাদের এবারের বৃক্ষরোপনের প্রতিপাদ্য হলো একটি হলেও বৃক্ষরোপন করব জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে। আমরা এবার । প্রত্যেক হলে আমরা ১০টি করে কলমের চারাগাছ লাগাচ্ছি। তাছাড়া ক্যাম্পাসে আমরা তালের বীজ রোপনের উদ্যোগ নিয়েছি। সবমিলিয়ে প্রায় ২০০ বৃক্ষ আমরা রোপন করছি। যেহেতু এগুলো কলমের চারা, আগামী বছরই এগুলো ফল দিবে। সকল শিক্ষার্থীদের দাওয়াত রইল। আমরা সকলে মিলে ফলগুলো উপভোগ করব। আগামীতে এই বৃক্ষগুলোর ফল দিয়েই আমরা ফল উৎসব করতে চাই।
একে