আন্তর্জাতিক ডেস্ক:
আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় শনিবার গভীর রাতে পাকিস্তানি সেনাদের ওপর হামলাকে ‘উসকানি’ আখ্যা দিয়ে এর নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
কোনও ধরনের হামলার কঠোর জবাব দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
এক বিবৃতিতে শেহবাজ বলেছেন, “পাকিস্তানের প্রতিরক্ষার ক্ষেত্রে কোনও আপস করা হবে না। প্রতিটি উসকানির জবাব কঠোর ও কার্যকরভাবে দেওয়া হবে।”
আফগানিস্তানের তালেবান প্রশাসন তাদের দেশের মাটি সন্ত্রাসীদেরকে ব্যবহার করতে দিচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
সম্প্রতি সীমান্তে পারস্পরিক সংঘর্ষে জড়িয়েছে আফগান তালেবান বাহিনী এবং পাকিস্তানের সেনারা।
আফগানিস্তানের উত্তরে সীমান্তের একাধিক পার্বত্য এলাকায় পাকিস্তানি সেনাদের ওপর হামলা চালানোর কথা জানিয়েছে তালেবান সরকার।
তাদের ভাষ্য, পাকিস্তান আকাশসীমা লঙ্ঘন করে বৃহস্পতিবার আফগান সীমান্তের ভেতরে একটি বাজারে বোমা ফেলেছিল, এরপর প্রতিশোধ নিতে সীমান্তে অভিযান চালানো হয়।
বৃহস্পতিবার পাকিস্তানি সেনারা আফগানিস্তানের রাজধানী কাবুলে আকাশপথে হামলা চালায় বলে অভিযোগ আছে। সেখান থেকেই সংঘর্ষের সূত্রপাত।
বেশ কয়েক মাস ধরেই পাকিস্তানের নিরাপত্তাবাহিনীর উদ্বেগ গয়ে দাঁড়িয়েছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপি। সম্প্রতি সন্ত্রাসবাদী গোষ্ঠীর তকমা পাওয়া টিটিপি আফগান-পাকিস্তান সীমান্তে সক্রিয় রয়েছে। পাকিস্তানের অভিযোগ, এই গোষ্ঠীতে মদদ দিচ্ছে আফগানিস্তান।
পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে ২৬০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। রোববার সংঘর্ষের পর আফগানিস্তান সীমান্ত পুরোপুরি বন্ধ রেখেছে পাকিস্তান।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ বলেছেন, ইসলামাবাদ বারবার কাবুলকে তথ্য দিয়েছে আফগানিস্তানের মাটি থেকে যারা পাকিস্তানের মাটিতে হামলা চালায় সেই সন্ত্রাসীদের বিষয়ে।
সন্ত্রাসীদেরকে আফগানিস্তান থেকে সমর্থন দেওয়া হচ্ছে অ।ভিযোগ করে তিনি বলেন, পাকিস্তান আশা করে আফগান সরকার পাকিস্তানের বিরুদ্ধে হামলায় সন্ত্রাসীদেকে তাদের দেশের মাটি ব্যবহার না করতে দেওযার নিশ্চয়তা দেবে।
এমআই