আবুল খায়ের, ডিআইইউ প্রতিনিধি:
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) পবিত্র কুরআন অবমাননা এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি অসম্মানের মত স্পর্শকাতর ঘটনার প্রতিবাদে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) অনুষ্ঠিত হয়েছে 'ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি'।
রবিবার (১২ অক্টোবর) সকাল ১১টায় ডিআইইউ নিউ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে দিনব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
জানা গেছে, সম্প্রতি দুটি বিশ্ববিদ্যালয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো ঘটনা ঘটার পরিপ্রেক্ষিতে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাতে এই ব্যতিক্রমী আয়োজন করে ডিআইইউ-এর সাধারণ শিক্ষার্থীরা। অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল পবিত্র কুরআনের মহিমা তুলে ধরা এবং এর ব্যাপক প্রচার নিশ্চিত করা।
কর্মসূচির এক আয়োজক সাইয়েদ নাজমুছ ছাকিব জানান, সাধারণ শিক্ষার্থী এবং ডিআইইউ মুসলিমস কমিউনিটির সহযোগিতায় এই মহতী উদ্যোগ গ্রহণ করা হয়। কুরআন বিতরণের জন্য আর্থিক সহায়তা প্রদান করে 'আল কুরআন একাডেমি লন্ডন'। বিপুল সংখ্যক শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং বিনামূল্যে কুরআন গ্রহণ করেন।
কর্মসূচিতে উপস্থিত সাধারণ শিক্ষার্থীরা জানান, কুরআন ও মহানবী (সা.)-এর প্রতি অবমাননা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এর প্রতিবাদে তারা শান্তিপূর্ণভাবে কুরআনের প্রচারের পথ বেছে নিয়েছেন। তারা বলেন, অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
শিক্ষার্থীরা ধর্মীয় মূল্যবোধ সমুন্নত রেখে শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে এমন কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
একে