মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

চাকসুর নিরাপত্তায় র‍্যাবের ৮ টি টিম ও সাদা পোষাকে থাকবে গোয়েন্দা সংস্থা

মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫
চাকসুর নিরাপত্তায় র‍্যাবের ৮ টি টিম ও সাদা পোষাকে থাকবে গোয়েন্দা সংস্থা

আহসান শামীম, চবি প্রতিনিধি:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রিয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে রেপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) এর ৮ টি  টিম কাজ করবে সারাদিন এবং নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়া এবং তার পরবর্তী সময়ে যদি কোন আশঙ্কা থাকে সে সময় পর্যন্ত কমপক্ষে আটটি টিম থাকবে এবং আরো রিজার্ভে টিম রাখা হবে। এছাড়াও ক্যাম্পাসে বিভিন্ন স্থানে সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার লোকেরা কাজ করবে বলে জানিয়েছেন প্রশাসন। 

আজ বেলা সাড়ে ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে একটি ব্রিফিংয়ে এসব কথা জানায় প্রশাসন। 

সেখানে চাকসুতে দায়িত্বরত র‍্যাব-৭ এর অধিনায়ক লে. কর্ণেল হাফিজুর রহমান বলেন, "র‌্যাবের ৮ টিম থাকবে ইনশাআল্লাহ। আগামীকাল সারাদিন এবং নির্বাচনের ফলাফল শেষ হওয়া এবং পরবর্তীতে যদি কোন নিরাপত্তা থ্রেট থাকে সে পর্যন্ত আমাদের কমপক্ষে আটটি টিম থাকবে এবং আরো রিজার্ভের টিম রাখা হবে। যদি প্রয়োজন হয়, সেই টিমগুলো আসবে। এছাড়াও আমাদের বিভিন্ন স্থানে সাদা পোশাকে আমরা গোয়েন্দা সংস্থার লোকজন রাখবো, যাতে কোন ধরনের অঘটন বা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকলে আমরা অগ্রিম খবরটা পেয়ে যাই। এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তবে বিগত এক বছরের অভিজ্ঞতা থেকে আপনারা সবাই জানেন যে যেকোনো জায়গায় ছোট একটা ঘটনাকে কেন্দ্র করে বড় একটা ইস্যু তৈরি হওয়ার একটা প্রবণতা সব জায়গাতেই থাকে। তা আমরা সর্বোচ্চ চেষ্টা করছি ইউনিভার্সিটি প্রশাসনের সাথে এবং সবার সাথে সমন্বয়ের মাধ্যমে আমাদের এই ইলেকশনটা সুন্দরভাবে সম্পন্ন করার। যদি কোন আইন-শৃঙ্খলা বিঘ্ন ঘটে কিংবা কোন ধরনের নাশকতামূলক বা এই ধরনের সম্ভাবনা থেকে থাকে, তো সেটা শক্ত হাতে প্রতিহত করার জন্য পর্যাপ্ত ফোর্স মোতায়েন আছে এবং ইনশাআল্লাহ এটা সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে পারব।"

কোন ধরনের ঘটনা ঘটলে ইনস্ট্যান্ট কিভাবে আপনারা ব্যবস্থা নেবেন সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, "এটা ঘটনার উপর নির্ভর করছে, কি ঘটছে। কারণ, এই ইলেকশনে নির্বাচন কমিশন আছে, ইউনিভার্সিটি প্রশাসন আছে, সব জায়গায় দায়িত্বপ্রাপ্ত লোক দেয়া আছে। যেখানে সমস্যার লেভেল বুঝে যে সমস্যাটা যে লেভেলে সমাধান করার প্রয়োজন, সেই লেভেলে ইনভল্ভ হবো আমরা। সেই লেভেলে ইনভল্ভ হয়ে সমাধান করবো। লেভেল বাড়তে থাকলে ইনভলভমেন্ট বাড়তে থাকবে।"

এছাড়াও তিনি বলেন, "ইতোমধ্যেই এই নির্বাচনকে কেন্দ্র করে বেশ কয়েকবার এখানে মিটিং ও অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় হয়েছে এবং সকল সমন্বয় মিটিংয়েই আমাদের উপস্থিতি ছিলাম। আজকেও আমরা কার্যক্রম পরিচালনা করছি, নির্বাচনের দিন করব এবং নির্বাচন ফলাফল ঘোষণা এবং পরবর্তীতে যতক্ষণ পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক মনে না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা থাকবো ইনশাআল্লাহ। কোন জায়গায় কত সদস্য থাকবে, কোন গেটে কত থাকবে, কোন ভোট কেন্দ্রে কতজন থাকবে এটার সম্পূর্ণ তালিকা করা হয়েছে এবং সেই পরিকল্পনা অনুযায়ী এই ফোর্সগুলো মোতায়েন থাকবে। এছাড়াও রিজার্ভ ফোর্স থাকবে। প্রয়োজন হলে যেখানে প্রয়োজন সেখানে রিজার্ভ ফোর্স প্রেরণ করা হবে।" 

এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. হোসেন শহীদ সোহরাওয়ার্দী বলেন, "শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করছি। এই প্ল্যাটফর্ম তৈরি করার জন্য, আমাদের শিক্ষার্থীরা যাতে নিরাপদে নির্বিঘ্নে সুষ্ঠুভাবে তার ভোটাধিকার প্রয়োজন প্রয়োগের মাধ্যমে তাদের নেতা নির্বাচন করতে পারে, তাদের সংসদ নির্বাচন করতে পারে সেজন্য চেষ্টা করে যাচ্ছি। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ছাড়া বাইরের কারো প্রবেশাধিকার থাকবে না। নির্বাচন কমিশনের অনুমোদিত কিছু ব্যক্তি প্রবেশ করতে পারবে। মিডিয়াদের সর্বত্র এক্সেস রয়েছে অর্থাৎ গোপন ব্যালটের জায়গা ছাড়া গোপন ব্যালটের যেখানে ভোট দেয়া হয়, ঐ অংশটা ছাড়া প্রত্যেকটা জায়গায় মিডিয়া কর্মীরা অবাধে প্রকাশ প্রবেশ করতে পারবে। এছাড়া নির্বাচন কমিশন যাদেরকে অনুমোদন দিয়েছে তারা ছাড়া যাতে বাইরে এর কোন ব্যক্তি বা গাড়ি বা অন্য কেউ প্রবেশ না করতে পারে সেই ক্ষেত্রে আমাদের নিরাপত্তা তৈরি করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আজকে মূলত আমাদের এই ব্যাটালিয়নের সাথে তাদের কর্মপরিধি, তাদের পরিকল্পনা ও আমাদের পরিকল্পনার সংযোগে সমন্বয় করেছি মাত্র।"

নির্বাচন ও ফল প্রকাশের সময় ক্যাম্পাসের বাইরের কেউ রাজনৈতিক দলের লোকজন থাকবে কি না সে প্রশ্নের উত্তরে তিনি বলেন, " আমরা ওই বিষয়টাও আলাপ করেছি। সমন্বয়ের মিনিংটা হচ্ছে যে আসলে নির্বাচন যত ঘনিয়ে আছে আমরা কিভাবে সমন্বয় করতে পারি, কিভাবে এটাকে হ্যান্ডেল করতে পারি। তো হ্যান্ডেল করার জন্য আমাদের নিজস্ব পরিকল্পনা রয়েছে। আমরা স্পষ্ট বলে দিচ্ছি রাজনৈতিক কর্মী যিনিই হন না কেন নির্বাচন কমিশন যাদেরকে অনুমোদন দিবেন না তারা এই বান্দরের প্রবেশ করার সুযোগ থাকবে না। আর নির্বাচন কমিশন যদি কাউকে অনুমোদন দিয়ে থাকে সেক্ষেত্রে আমরা তাদের জন্য সেই নিরাপত্তার ব্যবস্থাটা তৈরি করে রাখবো।" 

তিনি আরও বলেন, "র‍্যাব তো স্ট্রাইকিং ফোর্স হিসেবে কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছে, কাজ করবে এবং ফলাফলের পরের দিন ন্যূনতম ১২ ঘণ্টা পর্যন্ত থাকবে। পুলিশ সদস্যরা তো থাকছে, ফলাফল হওয়ার নূন্যতম ৮ ঘণ্টা পর্যন্ত থাকছে।"

একে 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল