নুসরাত নাঈম সাজিয়া, রাজশাহী কলেজ:
নবীন সদস্যদের বরণ করে নিয়েছে রাজশাহী কলেজ মিরর ডিবেটিং ক্লাব। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ১ টায় কলেজের ইংরেজি বিভাগের ১০৩ নং কক্ষে নবীন সদস্যদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয়া হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিরর ডিবেটিং ক্লাবের সভাপতি শাহরিয়ার কবির শেখর। ক্লাবটির বর্তমান সাধারণ সম্পাদক নূর শামীমের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উক্ত ক্লাবের প্রধান উপদেষ্টা এবং ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক প্রফেসর মোঃ হাবিবুর রহমান।
এছাড়াও ক্লাবটির কার্যনির্বাহী পরিষদসহ অন্যান্য সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে নবীনদের উদ্দেশ্যে ক্লাবের প্রধান উপদেষ্টা বলেন, 'মিরর ডিবেটিং ক্লাব এমন একটি ক্লাব যা যুক্তির মাধ্যমে তর্ক করে থাকে। এখানে শিক্ষার্থীদের জ্ঞানের চর্চা করা হয়। এই ক্লাব সুসংগঠিত বিতর্কের মাধ্যমে একজন শিক্ষার্থীকে স্বতঃস্ফূর্ত করে তোলার অন্যতম একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে যাচ্ছে। কয়েকবার বিতর্কে জাতীয় পর্যায়ে পুরস্কার অর্জনের মাধ্যমে রাজশাহী কলেজের গন্ডি পেরিয়ে মিরর ডিবেটিং ক্লাব আজ সারাদেশে পরিচিতি লাভ করেছে।'
নবাগতদের তিনি জানান, বিতর্কের প্রতিটি ধারা নিয়েই মিরর কাজ করে। তবে মিরর যে কেবল বিতার্কিক তৈরি করে থাকে তা নয়,বরং একজন শিক্ষার্থীকে আত্মবিশ্বাসী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিতর্কের পাশাপাশি উপস্থিত বক্তৃতা,উচ্চারণদক্ষতা সহ সাংগঠনিক পর্যায়ে এখানে প্রতিটি সদস্যকে যোগ্যতাসম্পন্ন করে তোলা হয় যা শিক্ষার্থীদের বর্তমান ও ভবিষ্যৎ জীবনে কার্যকরী ভূমিকা পালন করে। '
তিনি আরও বলেন, এই ক্লাব তোমাদের কেবল সহশিক্ষা কার্যক্রমগুলোতেই দক্ষতা অর্জনে সহায়তা করবে না, এটি তোমাদের একাডেমিক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব রাখবে। সুতরাং এই ক্লাবের সাথে আমি তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ হবে বলেই আশাব্যক্ত করছি।
এছাড়াও এদিন মিরর ডিবেটিং ক্লাবের সহসভাপতি মোঃ জোবায়ের হোসেনের পরিচালনায় বিতর্কের বিভিন্ন শাখা সম্পর্কে নবীনদের ধারণা প্রদান করে একটি সেশন পরিচালিত হয় এবং ক্লাবটির সাংগঠনিক সম্পাদক মুবিন মাহি নবীনদের সাংগঠনিক ধারণা প্রদানের জন্য এর বিভিন্ন দিক আলোচনা করেন।
এমআই