গোলাম আজম খান, কক্সবাজার:
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে দেশ-বিদেশের নানা ষড়যন্ত্র হচ্ছে। অপশক্তি যেন তাদের পরিকল্পনায় সফল হতে না পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
শুক্রবার (২৪ অক্টোবর) রাতে কক্সবাজার সাগরপাড়ের একটি হোটেলে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার-জেইউসির নব নির্বাচিত কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।
হাসান হাফিজ বলেন, পর্যটন কোনো বিনোদন না, এটাকে যতটা সহজভাবে দেখা হচ্ছে, পর্যটন বিষয়টি ততটাও সহজ নয়।
স্বাধীনতার দীর্ঘ ৫৪ বছর পেরিয়ে গেলেও কক্সবাজারে পরিকল্পিত পর্যটন ব্যবস্থা গড়ে না ওঠা, এই জেলায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় না হওয়া- সত্যিই দুঃখজনক।
তিনি বলেন, বাংলাদেশ থেকে আয়তনে অনেক ছোট দেশ শুধু পর্যটন দিয়ে নিজেদের অর্থনীতিকে সমৃদ্ধ করেছে। ভবিষ্যতের অর্থনীতি হবে সমুদ্রকেন্দ্রিক। আমরা যদি কক্সবাজারকে সেভাবে গড়ে তুলতে পারি, তা-ই হবে আমাদের জন্য অহংকারের জায়গা। একই সঙ্গে বাড়বে বিদেশি পর্যটক, যা সমৃদ্ধি বয়ে আনবে এদেশের অর্থনীতিতে।
তিনি বলেন, ‘জুলাই স্পিরিট’-এর চেতনায় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সকল নাগরিককে এগিয়ে আসতে হবে। কক্সবাজার প্রেসক্লাব ও জাতীয় প্রেসক্লাব যৌথভাবে কক্সবাজারের উন্নয়নে কাজ করে যাবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন বলেন গত ১৭ বছরে দেশের গণমাধ্যম সঠিক ভূমিকা রাখতে পারেনি। কিছু সংবাদপত্র ও সম্পাদকদের দলদাস সাংবাদিকতার কারণে সাংবাদিকদের মর্যাদা ভূলুণ্ঠিত হয়েছে।
তিনি বলেন কক্সবাজার প্রেসক্লাবের পক্ষ থেকে দাবি করা কক্সবাজারে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অবিলম্বে স্থাপন করতে হবে।
তিনি সতর্ক করে বলেন, ফ্যাসিস্ট দোসর সাংবাদিকরা এখনো সক্রিয়। দেশপ্রেমিক সাংবাদিকদের অনৈক্যের সুযোগে তারা সুবিধা নিতে পারে। ঐক্য না থাকলে যেকোনো সময় বিপদ আসতে পারে।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী বলেন, দলদাস সাংবাদিক ও সম্পাদকেরা এ দেশের সাংবাদিকতার মানকে ক্ষুণ্ন করেছে। সংবাদমাধ্যম হচ্ছে সমাজ ও জাতির দর্পণ, আর সাংবাদিকদের বলা হয় জাতির বিবেক।
তিনি বলেন, সাংবাদিক-সম্পাদক এবং সংবাদমাধ্যমের মালিকেরা যদি সঠিক দায়িত্ব পালন করত, তাহলে শেখ হাসিনা স্বৈরাচার হয়ে উঠত না।
এত দুর্নীতি-গুম-খুন করার সাহস পেত না। এর থেকে শিক্ষা নিয়ে সাংবাদিকতাকে এগিয়ে নিতে হবে। মনে রাখতে হবে, শৃঙ্খলিত গণমাধ্যমেই সমাজের শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারে।
সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার-জেইউসির নব নির্বাচিত কমিটির সভাপতি নূরুল ইসলাম হেলালীর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক সম্পাদক এসএম জাফরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও জাতীয় সংসদের সাবেক হুইপ শাহজাহান চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সেক্রেটারি আইয়ুব ভুঁইয়া কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মহাসচিব এস এম সুজা উদ্দীন। স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সহ সভাপতি এমআর মাহবুব।
অনুষ্ঠানে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী বলেন, আপনারা (সাংবাদিকরা) যখন কলম ধরবেন, তখন আপনারা হবেন এ দেশের ১৮ কোটি মানুষের প্রতিনিধি, তখন দুর্নীতি-অন্যায় যে-ই করবে, সে বিএনপির হোক বা যে দলের হোক- আপনারা নির্ভয়ে লিখবেন।
শাহজাহান চৌধুরী আরো বলেন, কক্সবাজার যেমন দেশের পর্যটন রাজধানী, অর্থনীতির সুতিকাগার, তেমনি মাদক ও রোহিঙ্গা সংকটে এখন এটি এক ফুঁসতে থাকা আগ্নেয়গিরি।
তিনি আরো বলেন, বিগত ফ্যাসিস্ট আমলে অফিস-আদালত আমার জন্য নিষিদ্ধ ছিল। সাংবাদিকদের বলব—আপনারা কলম ধরলে হবেন বাংলাদেশের প্রতিনিধি, তখন না আমি, না তারেক রহমান—কেউ নয়, লেখবেন শুধু দেশের পক্ষে।
অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাবের নেতৃবৃন্দ বিএফইউজে এর নেতৃবৃন্দ সহ দেশের বিভিন্ন জেলার সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে নবনির্বাচিত কমিটির কর্মকর্তাদের ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়। এরপর সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
এমআই