আহসান শামীম, চবি প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কেটিং ডে। আগামী ১৩ নভেম্বর, বৃহস্পতিবার, বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ণিলভাবে উদযাপিত হবে দিবসটি। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে উদ্যোক্তাদের নিয়ে টকশো “অন্ট্রপ্রাণারিয়াল ইনসাইট।”
আজ মঙ্গলবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে তথ্যটি নিশ্চিত করেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. সজীব কুমার ঘোষ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মার্কেটিং ডে অনুষ্ঠান উদযাপন কমিটির উপদেষ্টা অধ্যাপক ড. সজীব কুমার ঘোষ। বক্তব্যে তিনি বলেন, “প্রতিবছরই আমরা মার্কেটিং ডে উদযাপন করে থাকি। তবে এই বছর আমরা কিছু নতুনত্ব রেখেছি। সকাল ৯. ৩০ এ র্যালির মাধ্যমে আমাদের কার্যক্রম শুরু হয়ে পুরো দিনজুড়ে থাকবে বিভিন্ন আয়োজন।”
তিনি আরও বলেন, “অনুষ্ঠানকে বিশেষভাবে আর্কষিত করতে অনুষ্ঠান শেষে থাকবে ‘ক্যারিয়ার হার্ডলস’ বিষয়ে কর্পোরেট রাউন্ড টেবিল সেশন। এছাড়া থাকবে উদ্যােক্তাদের নিয়ে ‘অন্ট্রপ্রাণারিয়াল ইনসাইট’ শীর্ষক টকশো।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দীন। এছাড়া আরও উপস্থিত থাকবেন উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দীন এবং ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী।
কর্পোরেট রাউন্ড টেবলে আলোচক হিসেবে অংশগ্রহণ করবেন জনাব মোঃ শাহনেওয়াজ আহমেদ, জেনারেল ম্যানেজার, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, আবুল খায়ের কনজিউমার প্রোডাক্টস লিমিটেড; জনাব এ কে এম সাদেক নেওয়াজ, চীফ বিজনেস অফিসার, বার্জার পেইন্টস (বাংলাদেশ) লিমিটেড, জনাব শাহ জামাল শিকদার, চিফ সেলস অফিসার, বসুন্ধরা গ্রুপ; জনাব মোঃ ইকবাল হোসাইন, সিএফও ও হেড অফ ট্রেজারি, সোনালী ব্যাংক পিএলসি, জনাব সাজ্জাদ মোহাম্মদ চৌধুরী, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক, লংকা বাংলা ফাইন্যান্স পিএলসি; জনাব এ কে এম মাফরুল হক, জেনারেল ম্যানেজার, হিউম্যান রিসোর্স, ইফাদ গ্রুপ পিএলসি, জনাব ইমতিয়াজ আহমেদ চৌধুরী, সেলস ডিরেক্টর, সিঞ্জেনটা বাংলাদেশ লিমিটেড; জনাব মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম, জেনারেল ম্যানেজার, আকিজ রিসোর্স, জনাব অনির্বাণ সরকার, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, ক্লাস্টার হেড, ও শাখা ব্যবস্থাপক, আইপিডিসি ফাইন্যান্স। এ পর্বটি সঞ্চালনা করবেন মার্কেটিং বিভাগের প্রাক্তন সভাপতি ও প্রফেসর ড. তুনাজ্জিনা সুলতানা।
উদ্যোক্তাদের নিয়ে আয়োজিত "অন্ট্রপ্রাণারিয়াল ইনসাইট' শীর্ষক অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন জনাব শামস সাব্বির শাহরিয়ার, ব্যবস্থাপনা পরিচালক, ফার্স্ট এন ফাস্ট আইটি লিমিটেড, জনাব আরিফুল হাসান, ব্যবস্থাপনা পরিচালক, ডেনিমিক লিমিটেড; জনাব এ. জে. এম. সালেহ (অর্পণ), ব্যবস্থাপনা পরিচালক, গ্লোবাল অয়েল কোম্পানি লিমিটেড, জনাব শান শাহেদ, ন্যাশনাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, জেসিআই বাংলাদেশ এবং প্রতিষ্ঠাতা ও সিইও, রেড কার্পেট, ও জনাব মো. নাজমুল ইসলাম, সিইও, অভিযাত্রিক ট্যুরিজম লিমিটেড। এ পর্বটি সঞ্চালনা করবেন মার্কেটিং বিভাগের প্রফেসর ড. ফুয়াদ হাসান।
সর্বশেষ কার্যক্রম হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে অংশগ্রহণ করবে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীবৃন্দ।
এমআই