আহসান হাবিব, চবি প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ( চবি) ৬০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার ( ১৮ নভেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের স্মরণ চত্বর থেকে শোভাযাত্রা শুরু হয়ে সাড়ে দশ টায় প্রশাসনিক ভবনের সামনে কেক কাটার মাধ্যমে উদ্বোধন করা হয়।
বেলা ১১ টা থেকে সমাজবিজ্ঞান অডিটোরিয়ামে আলোচনা সভা শুরু হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, প্রফেসর ড. আল আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি প্রফেসর ড. শামীম উদ্দিন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনেট ও সিন্ডিকেট সদস্য এম ফজলুল হক, চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি।
এছাড়া আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের শিক্ষকমণ্ডলী, চাকসু প্রতিনিধি, সাংবাদিক এবং শিক্ষার্থীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ড. শামীম উদ্দিন খান বলেন, " শত বাধা প্রতিকূলতা পেরিয়ে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় অনেক দূর এগিয়ে গেছে, জামাল নজরুল ইসলাম , ড. মুহাম্মদ ইউনুস, এছাড়াও বহু ব্যক্তিত্ব পৃথিবীর বিভিন্ন যায়গায় ছড়িয়ে আছে।"
বিশ্ববিদ্যালয়ের এলামনাইকে তিনি অনুরোধ জানান আবাসিক সমস্যা সমাধান করার জন্য এগিয়ে আসতে।
এমআই