রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

শিক্ষার্থীদের জন্য চবিতে চালু হতে যাচ্ছে এসি-নন এসি বাস সার্ভিস

রোববার, নভেম্বর ২৩, ২০২৫
শিক্ষার্থীদের জন্য চবিতে চালু হতে যাচ্ছে এসি-নন এসি বাস সার্ভিস

আহসান হাবিব. চবি প্রতিনিধি:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের জন্য শহর থেকে ক্যাম্পাস গামী বাস সার্ভিস চালু হতে যাচ্ছে। 

রবিবার (২৩ নভেম্বর) বিকাল ৩ টায় চাকসুর যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ইসহাক ভূইয়া তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, " চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে শহর থেকে ক্যাম্পাসগামী ৯টি নতুন এসি ও নন-এসি বাস এই সপ্তাহের মধ্যেই চালু হতে যাচ্ছে। নন-এসি বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে মাত্র ১০ টাকা এবং এসি বাসের ভাড়া ১৫ টাকা। গত দুই সপ্তাহ ধরে এ উদ্যোগ বাস্তবায়নে ধারাবাহিকভাবে কাজ করা হয়—শুরুতে সংশ্লিষ্ট শিক্ষকদের সম্মতি সংগ্রহ, বারবার বৈঠক করে শিডিউল ঠিক করা, আবেদন দাখিল এবং সর্বশেষ আজ ফাইনাল প্ল্যান চূড়ান্ত করা হয়েছে।"

মনোনীত রুট ও শিডিউলের ভিত্তিতে উপাচার্যের অনুমোদন মিললেই দুই–এক দিনের মধ্যেই সার্ভিস শুরু হবে বলে জানা গেছে। 

শিক্ষার্থীদের দীর্ঘদিনের যাতায়াত ভোগান্তি দূর করতেই এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানা যায়। 

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল