আহসান হাবিব, চবি প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ইউনেস্কো, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এবং চাকসুর সহযোগিতায় 'সোশ্যাল এন্ড মেন্টাল ওয়েলবিং' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অডিটোরিয়ামে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতার,ইউজিসি সদস্য অধ্যাপক ড. মাসুমা হাবিব, ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আয়ূব ইসলাম, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ( একাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন, চাকসু জিএস সাঈদ বিন হাবিব, এজিএস আইয়ুবুর রহমান তৌফিক।
এতে বিভিন্ন পর্যায়ের মানসিক রোগ বিশেষজ্ঞ এবং মোটিভেশনাল বক্তারা সেশন পরিচালনা করেন। সেমিনারে প্রেজেন্টেশন উপস্থাপন করেন অধ্যাপক সৈয়দ তানভীর রহমান। অনুষ্ঠানে প্রায় ৭০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
চবি উপাচার্য অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতার বলেন," বৈষম্যবিরোধী আন্দোলন আমাদেরকে একটি সুন্দর সুযোগ এনে দিয়েছে, আমরা সেটাকে কাজে লাগাতে চাই, নিজেরা ভালো থাকতে চাই অন্যকে ভালো রাখতে চাই, আমাদের বিশ্ববিদ্যালয়ের মানসিক কাউন্সিলের বিভিন্ন সেন্টার রয়েছে, আমরা সেগুলোর মাধ্যমে শিক্ষার্থীদের পাশে থাকব।"
অধ্যাপক ড. মাসুমা হাবিব বলেন, " সবসময় মনে রাখতে হবে সমস্যা এবং সম্ভাবনা নিয়েই মানুষ, সুতরাং নিজেকে জানতে হবে, নিজেকে তৈরি করতে হবে।
জীবনের লক্ষ্য ঠিক করতে হবে এবং লক্ষ্যে পৌছার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। মানসিকভাবে, শারীরিকভাবে এবং সামাজিকভাবে আমরা সুস্থ থাকার চেষ্টা করব"
ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম বলেন," মোহাম্মদ আইয়ুব ইসলাম বলেন, সামাজিক এবং মানসিক ভাবে সুস্থতা একজন মানুষের প্রোডাক্টিভিটি বাড়িয়ে দেয়।"
সেমিনারে শিক্ষার্থীদের সাথে প্রশ্নোত্তর পর্ব ছিল এতে শিক্ষার্থীরা নানা ধরনের প্রশ্ন ও মতামত প্রদান করেন।
এমআই