হাবিপ্রবি সাংবাদদাতা:
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) রসায়ন বিভাগের ১০ ও ১১ তম ব্যাচের নবীনবরণ এবং ৫ম ও ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-১ এ উৎসবমুখর পরিবেশে স্পেকট্রাম ৪.0 শিরোনামে এটি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার রসায়ন বিভাগের বিভিন্ন একাডেমিক ও ল্যাব-সংক্রান্ত সমস্যা সমাধানে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। তিনি বলেন, “একটি বিভাগের উন্নয়ন বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অগ্রগতিকে ত্বরান্বিত করে। রসায়ন বিভাগের যেকোনো যৌক্তিক সমস্যা নিরসনে আমরা আন্তরিকভাবে কাজ করব।”
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির রসায়ন বিভাগের একাডেমিক অগ্রগতি ও শিক্ষার্থীদের অর্জনকে সাধুবাদ জানিয়ে বলেন, "রসায়ন বিভাগ সবসময় হাবিপ্রবির সুনাম বৃদ্ধি করে এসেছে। নবীনদের সামনে সম্ভাবনার বিশাল ক্ষেত্র রয়েছে। পরিশ্রম, নৈতিকতা ও শৃঙ্খলার মাধ্যমে তারাই ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের পরিচিতিকে আরও উজ্জ্বল করবে। রসায়ন বিভাগের শিক্ষার্থীরা ইতোমধ্যে দেশ-বিদেশে নিজেদের দক্ষতার পরিচয় রেখেছে।"
অনুষ্ঠানের সভাপতি ও রসায়ন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. বলরাম রায় স্যার নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা এবং বিদায়ী শিক্ষার্থীদের সফল ভবিষ্যৎ কামনা করে বলেন, শুরুতেই মনে করিয়ে দেন রসায়ন অধ্যাবসয়ের বিষয়, তিনি বলেন, Chemistry is everywhere. এছাড়াও বলেন "একাডেমিক উৎকর্ষই একজন শিক্ষার্থীর শক্তি। রসায়ন বিভাগ শিক্ষার্থীদের গবেষণা, ল্যাবরেটরি দক্ষতা ও নৈতিকতার সমন্বয়ে গড়ে তুলতে বদ্ধপরিকর। ভবিষ্যতে বিভাগকে আরও সমৃদ্ধ করতে সকলের সহযোগিতা প্রয়োজন।”
অনুষ্ঠানে বিভাগীয় শিক্ষক–কর্মকর্তা, শিক্ষার্থী ও অতিথিবৃন্দেরা উপস্থিত ছিলেন। এসময় রসায়ন বিভাগের ৫ম ও ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
এমআই