তালুকদার হাম্মাদ, ইবি প্রতিনিধি:
শহীদ বুদ্ধিজীবী দিবসে পুষ্পস্তবক অর্পণ করে জাতির বীর সন্তান শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধাভরে স্মরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রেস ক্লাব। রবিবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের স্মৃতি সৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সংগঠনটির সদস্যরা। সংগঠনটির সভাপতি আবির হোসেন ও সাধারণ সম্পাদক নাজমুল হুসাইনের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণের সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান ও ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম। এছাড়া সংগঠনটির সহ-সভাপতি নুর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ ইব্রাহিম, দপ্তর সম্পাদক জিসান নজরুল, কোষাধ্যক্ষ খাদেমুল ইসলাম ও প্রকাশনা সম্পাদক আহমাদ গালিবসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর নেতৃত্বে দিবসটি উপলক্ষে বের হওয়া শোক র্যালিতে অংশ নেন তারা। এছাড়া শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে নিরবতা পালন ও তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মুনাজাতে অংশ নেন সংগঠনটির সদস্যরা।
উল্লেখ্য, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর মুক্তিযুদ্ধের চূড়ান্ত মুহূর্তে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা জাতির মেধাবী সন্তান— শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক ও বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে। জাতিকে মেধাশূন্য করার উদ্দেশ্যে সংঘটিত এই নৃশংসতা ছিল ইতিহাসের এক জঘন্যতম অপরাধ। স্বাধীনতার পর থেকেই দিবসটিকে অনানুষ্ঠানিকভাবে পালন করা হলেও, ১৯৯৭ সাল থেকে এটি রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে।
একে