আহসান হাবিব, চবি প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতীকী জাতিসংঘ সংস্থার (সিইউমুনা) উদ্যোগে ১০ম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতীকী জাতিসংঘ সম্মেলন ২০২৬ (বিইউমান ২০২৬)। সম্মেলনটি আগামী ২৮ তারিখ শুরু হয়ে চারদিন ব্যাপী অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির এক কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনটির নেতৃবৃন্দ।
এসময় লিখিত বক্তব্য পাঠ করেন কনফারেন্স সেক্রেটারিয়েট বোর্ডের মহাসচিব আনিকা তাহসিন।
তিনি বলেন, আন্তঃরাষ্ট্রীয় সহযোগিতার মাধ্যমে নগর শাসনব্যবস্থা এবং সামাজিক অবস্থানগত ন্যায়বিচারের পুনর্গঠন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমাদের এই কনফারেন্স। আমাদের সাথে এবার ১০ টি কমিটি যৌথভাবে কাজ করবে। কমিটিগুলো হলো, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি), জাতিসংঘ সাধারণ পরিষদ-১ (ডাইসেক), জাতিসংঘ মানবাধিকার কমিশন (ইউএনএইচআরসি), জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (ইউএনইপি), জাতিসংঘের লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতাবিষয়ক সংস্থা (ইউএন উইমেন), সাংহাই সহযোগিতা সংস্থা (SCO), বিশ্বব্যাংক, জাতিসংঘ মানব বসতি কর্মসূচি (ইউএন হ্যাবিট্যাট), আন্তর্জাতিক সংবাদ সংস্থা (আইপি) এবং বাংলাদেশ নির্বাচন কমিশন।
কনফারেন্সের কর্মসূচীর বিষয়ে তিনি বলেন, তরুণ শিক্ষার্থীরা এই সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধি হিসেবে ১০টি কমিটিতে বিভক্ত হয়ে যুক্তিতর্ক উপস্থাপন, কূটনীতি পরিচালন ও দলবদ্ধভাবে কাজ করবে।
এসময় আরও বলা হয়, অংশগ্রহণকারীদের মধ্যে ব্যক্তি বা দলগত পর্যায়ে সাফল্যের স্বীকৃতিস্বরূপ সম্মাননা হিসেবে থাকছে, বেস্ট ডেলিগেট, আউটস্ট্যান্ডিং ডেলিগেট, স্পেশাল মেনশন ১ এবং স্পেশাল মেনশন ২ পুরস্কার।
কনফারেন্সে অংশগ্রহণকারী ডেলিগেডদের বিষয়ে তিনি বলেন, আমাদের এবারের সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সহ দেশ-বিদেশের প্রায় ৪০টি প্রতিষ্ঠান থেকে প্রায় চার শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করতে যাচ্ছেন। তাছাড়া বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণকারী প্রতিনিধিরা এবারের সম্মেলনকে আরো প্রতিযোগিতামূলক ও প্রাণবন্ত করবেন বলে আমরা আশা করছি।
এমআই