খুবি প্রতিনিধি :
“শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ” এই বিশ্বাসকে ধারণ করেই সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘ছায়াবৃত্ত পাঠক ফোরাম’। সংগঠনটির উদ্যোগে পরিচালিত ‘ছায়াবৃত্ত স্কুল’ আজ সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এক উজ্জ্বল আশার আলো হয়ে উঠেছে।
দারিদ্র্য, ক্ষুধা ও কঠিন বাস্তবতার চাপে অনেক শিশুই অল্প বয়সেই শিক্ষাজীবন থেকে ঝরে পড়ে। পড়ালেখার পরিবর্তে জীবিকার সন্ধানে নামতে গিয়ে কেউ কেউ জড়িয়ে পড়ে অপরাধমূলক কর্মকাণ্ডেও। এই বাস্তবতাকে সামনে রেখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসংলগ্ন দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওতায় আনতে ২০০৯ সাল থেকে নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে ছায়াবৃত্ত স্কুল।
খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক কর্তৃক অনুমোদিত সংগঠন ছায়াবৃত্ত পাঠক ফোরামের তত্ত্বাবধানে পরিচালিত এ স্কুলে সপ্তাহে ছয় দিন বিকেলে পাঠদান কার্যক্রম পরিচালিত হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শহীদ মিনার প্রাঙ্গণে, খোলা আকাশের নিচে আনন্দঘন পরিবেশে শিশুদের পাঠদান করা হয়। শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা, যারা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে শিশুদের পাঠদান করেন।
সংগঠনটির সদস্যদের দেওয়া চাঁদার মাধ্যমেই স্কুলের যাবতীয় ব্যয়ভার বহন করা হয়। পাঠ্য শিক্ষার পাশাপাশি শিশুদের নাচ, গান ও আবৃত্তি শেখানো হয়। একই সঙ্গে স্বাস্থ্য সচেতনতা বিষয়েও নিয়মিত দিকনির্দেশনা দেওয়া হয়, যা শিশুদের মানসিক ও মানবিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বর্তমানে সংগঠনটির প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব আছেন মাইশা তাসনিম ঋতি এবং স্কুল সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন মো. লিমন শেখ।
প্রধান সমন্বয়ক মাইশা তাসনিম ঋতি বলেন,
“চলমান কার্যক্রমের পাশাপাশি আমরা শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে বিশেষ উদ্যোগ নেব। একই সঙ্গে ছিন্নমূল শিশুদের মাঝে পুস্তক বিতরণ ও মেয়েশিশুদের জন্য আলাদা সহায়তা কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।”
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, পাঠদান কার্যক্রমের পাশাপাশি প্রতি সপ্তাহে পাঠচক্র, খেলাধুলা, স্বাস্থ্য সচেতনতা বিষয়ক সেমিনার এবং জাতীয় দিবসগুলোতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নতুন কমিটির সদস্যরা আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী দিনে আরও বেশি সংখ্যক স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীকে সম্পৃক্ত করে ছায়াবৃত্ত পাঠক ফোরামকে একটি আদর্শ ও অনুকরণীয় সামাজিক সংগঠন হিসেবে গড়ে তোলা হবে যেখানে শিক্ষার আলোয় আলোকিত হবে সমাজের অবহেলিত শিশুরা।
একে