বুধবার, জানুয়ারী ২১, ২০২৬
সময় জার্নাল ডেস্ক:
রেভোলুশন আইটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এমডি জোনায়েদ হোসেন জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ স্বীকৃতি অর্জন করেছেন। প্রযুক্তি ও উদ্যোক্তা খাতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ন্যাশনাল টেক অ্যাওয়ার্ডস ৩.০-এ ‘বেস্ট এন্ট্রাপ্রেনার’ সম্মাননায় ভূষিত হন।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাজধানীর ভিআইপি রোডে অবস্থিত আইডিইবি ভবনের মুক্তিযোদ্ধা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। উদ্ভাবনী উদ্যোগ, আইটি খাতে সক্রিয় ভূমিকা এবং তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে অবদানের জন্য তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
এমডি জোনায়েদ হোসেনের নেতৃত্বে গড়ে ওঠা রেভোলুশন আইটি বর্তমানে একটি উদীয়মান ও প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। প্রতিষ্ঠানটি ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, কর্পোরেট ট্রেনিং ও আইটি ট্রেনিং সেবার মাধ্যমে দেশ ও বিদেশের বিভিন্ন ক্লায়েন্টকে সেবা প্রদান করছে।
পুরস্কার প্রাপ্তিতে অনুভূতি প্রকাশ করে এমডি জোনায়েদ হোসেন বলেন,
“এই অর্জন আমার একার নয়, এটি আমার পুরো টিমের সম্মিলিত প্রচেষ্টার ফল। সামনে আরও বড় পরিসরে কাজ করে দেশের প্রযুক্তি খাতকে এগিয়ে নিতে চাই। একই সঙ্গে এই সম্মাননাটি আমি আমার একমাত্র সন্তান জোহান হোসেনকে উৎসর্গ করতে চাই।”
সংশ্লিষ্টদের মতে, এমডি জোনায়েদ হোসেনের এই অর্জন তরুণ উদ্যোক্তা ও আইটি খাতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য একটি অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত হয়ে থাকবে।
একে