তালুকদার হাম্মাদ, ইবি প্রতিনিধি:
র্যাগ ডে পালনকালীন সময়ে, জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ ওসমান বিন হাদী হত্যাকাণ্ডের বিচারের দাবি জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লোক প্রশাসন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।
শনিবার (২৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন অ্যাকাডেমিক ভবনের সামনে দিনব্যাপী র্যাগ ডে পালন করে তারা। একইসাথে সন্ধ্যার পর চা সন্ধ্যা ও মিউজিকাল নাইটের আয়োজন করে তারা। এসময় বিভাগের শিক্ষকবৃন্দসহ অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এসময় প্রোগ্রাম স্থলে নিজেদের শিক্ষাবর্ষের সবার সিংগেল ও গ্রুপ ছবি টাঙায় তারা। পাশাপাশি উসমান হাদির বিভিন্ন ছবি তুলে ধরে তারা। ছবি গুলতে লেখা ছিল— 'জাস্টিস ফর হাদি', 'আমাকে মেরে ফেললে আপনারা খুনিদের বিচারটুকু কইরেন', 'a person can die, not their ideas', ' we seek Justice' ইত্যাদি।
এ ব্যাপারে বিভাগটির ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা বলেন, উসমান হাদি ভাই ছিলেন আমাদের দ্রোহ, বিপ্লব, ন্যায্যতা, স্বাধীনতা ও ইনসাফের প্রতীক। তিনি ছিলেন জুলাইয়ের একনিষ্ঠ যোদ্ধা। তাকে অন্যায়ভাবে গুলি করে শহিদ করা হয়েছে। আজ, ৩৮ দিন পার হলেও উনার খুনিদের চিহ্নিত করা হয়নি। জুলাই বিপ্লবের পর এমনভাবে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই কাম্য নয়। আমরা দাবি জানাই, অতিদ্রুত খুনিদের বের করে বিচার নিশ্চিত করতে হবে।
এমআই