এম.পলাশ শরীফ, বাগেরহাট:
বাগেরহাটের মোরেলগঞ্জে নির্বাচনী জনসভায় বাগেরহাট-৪, মোরেলগঞ্জ-শরণখোলা আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম বলেছেন, মোরেলগঞ্জ-শরণখোলার এ জনপদে সকল সম্প্রদয়ের জাতি, ধর্ম বর্ন, নির্বিশেষে প্রতিটি মানুষ থাকবে নিরাপদে।
অবহেলিত এলাকার উন্নয়নে পানগুছি নদীর পূর্ব পাড়ে ১০টি ইউনিয়নে প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়ন করা হবে। জনকল্যাণে বির্নিমানে ইনসাফ ভিত্তিক রাষ্ট্রগঠনে ১২ ফেব্রæয়ারি দাঁড়িপাল্লা প্রতিকে ভোট দিয়ে বিজয় করার আহবান জানান।
শনিবার বিকেল ৫টায় উপজলো রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন জামায়াত ইসলামীর আয়োজিত দাঁড়িপাল্লা প্রতিকের এ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম।
রামচন্দ্রপুর ইউনিয়ন জামায়াত ইসলামীর সভাপতি মো. আবু বকর শেখের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক মাওলানা শাহাদাৎ হোসাইন, উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারী মাওলানা মাকসুদ আলী খান, শ্রমীক কল্যাণ ফেডারেশন উপজেলা সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান খান, ইউপি সদস্য মো. ইমাম হাসানসহ বিভিন্ন নেতৃবৃন্দ। সভাটি সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মো. হাবিবুর রহমান।
জামায়াত ইসলামীর মনোনীত প্রাথী সভার প্রধান অতিথি অধ্যক্ষ আব্দুল আলীম আরও বলেন, বিগত ১৭ বছর যারা নির্যাতিত নিষ্পেষিত ছিলেন তাদেরকে সাথে নিয়ে মিলেমিশে মোরেলগঞ্জ-শরণখোলাকে উন্নয়নে ঢেলে সাজানো হবে। সকলের রাজনীতিক অধিকার প্রতিষ্ঠিত হবে।
এমআই