সাইফ ইব্রাহিম, ইবি প্রতিনিধি:
বাংলাদেশ কাস্টমস এর উপ-কমিশনার সুশান্ত পাল বলেছেন, যে গুনটা তোমাকে লক্ষ্য অর্জনের পথে এগিয়ে নিয়ে যায়, সেটাকে কখনও যুক্তি দিয়ে বিশ্লেষণ করতে যেও না। পাশাপাশি মানুষের খারাপ দিকগুলো নিয়েও কখনও বিচার করতে যেও না। এতে আত্মার খারাপ দিকটা জাগ্রত হয়। সবসময় অন্যের ভালো দিকগুলো নিয়ে ভাবার চেষ্টা করো। এটা জীবনে সফলতার দিকে নিয়ে যাবে।
শনিবার (২ মার্চ) দুপুরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ক্যারিয়ার ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত ক্যারিয়ার বিষয়ক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
সুশান্ত পাল বলেন, বিশ্ববিদ্যালয় তোমাকে সিজিপিএ যাই দিক না কেন। তোমার বেলায় তুমি নিজেকে পূর্ণ সিজিপিএ দাও। এবং কখনও অনুমান করে কিছু বলো না। উদাহরণসরূপ তোমার কাছে যদি কেউ কোনো সাজেশন চায় তাহলে তোমার জানা থাকলে তাকে সাজেশন দিবে। আর জানা না থাকলে বলো যে বিষয়টা আমার জানা নেই।
তিনি আরও বলেন, এক সময় আমার মনে হতো আত্মাহত্যা করি। এমনকি বিষও নিয়েছিলাম। তখন মায়ের কথা মনে করে ফিরে এসেছিলাম। শুধু বেঁচে থাকার মোটিভেশন নিয়ে বেঁচে ছিলাম। এক সময় যে আমাকে নিয়ে ঠাট্টা করতো সে এখন আমাকে নিয়ে গর্ব করে। তাই জীবনে কখনও হতাশ হওয়া যাবে না।
এর আগে সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠান শুরু হয়। এসময় ক্যারিয়ার ক্লাবের সভাপতি রনি সাহার সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ ও সংগঠনটির উপদেষ্টা মিঠুন বৈরাগী। এছাড়া সংঠনটির সাবেক সভাপতি ফারজানা ইসলাম মাহী, সাবেক সাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম ও বর্তমান সাধারণ সম্পাদক মুসাদ্দিকুর রহমান ফাহিমসহ সংগঠনটির অন্যান্য সদস্য ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে বিকেলে আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ।
এমআই