মোহাম্মদ মুরাদ হোসেন, হাবিপ্রবি প্রতিনিধি:
ভালো চিকিৎসা যন্ত্রপাতি নেই, ওষুধ নেই, পর্যাপ্ত চিকিৎসক নেই এবং পর্যাপ্ত দক্ষ জনবল নেই। চিকিৎসাপ্রার্থী শিক্ষার্থীদের অভিযোগেরও শেষ নেই। বলছি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) এর মেডিকেল সেন্টারের কথা। বিশ্ববিদ্যালয়টির সবচেয়ে গুরুত্বপূর্ণ এ শাখায় 'নেই' এর ছড়াছড়ি।
কিছু সংখ্যক চিকিৎসক (যাদের প্রায় সবাই মেডিসিন বিশেষজ্ঞ), অল্প সংখ্যক জনবল, এনালগ যন্ত্রপাতি, ১ টি অপারেশন থিয়েটার নিয়ে চলছে এই মেডিকেল সেন্টারটি। ফলে চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল, দিনাজপুর সদর হাসপাতাল এবং প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিকে নির্ভরশীল হয়ে থাকতে হয় এখানকার শিক্ষার্থীদেরকে।
শিক্ষার্থীদের অভিযোগ, প্রতি বছর উন্নয়ন খাতে কোটি কোটি টাকা বরাদ্দ হলেও, মেডিকেল সেন্টার যেন সেই উন্নয়নের ছোঁয়াই পায় না। স্বাস্থ্যগত সুবিধা না দিয়ে প্রতি সেমিস্টারে স্বাস্থ্য বীমার টাকা নেওয়া হচ্ছে শিক্ষার্থীদের কাছ থেকে। এ টাকার ব্যবহার কোথায়, সে প্রশ্নও রয়ে যায়।
মেডিকেল সেন্টারের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা সমস্যাগুলো কর্তৃপক্ষকে জানিয়েছি। বরাদ্দ ও জনবল বাড়ানো জরুরি। না হলে শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা ঝুঁকিপূর্ণ হয়ে থাকবে।
হাবিপ্রবির এই মেডিকেল সেন্টারের যাবতীয় অনিয়ম ও অপ্রতুলতার বিরুদ্ধে আজ মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ২৪ ব্যাচের উদ্যোগে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
একে