ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:
নাটোরে পৃথক সড়ক দূর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। রবিবার সকালে সদর উপজেলার হয়বতপুরে ও শনিবার (২৪ আগষ্ট) রাতে নাটোর বগুড়া মহাসড়কের খেজুরতলা নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রবিবার সকালে নাটোর- ঢাকা মহাসড়কের নাটোরে হয়বাতপুর সড়কে মোটরসাইকেলের ধাক্কায় নাজিম উদ্দীন নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত নাজিম উদ্দীন নাটোরের ৪নং লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের মৃত সিরাজ উদ্দীনের ছেলে।
এদিকে শনিবার রাতে নাটোর বগুড়া মহাসড়কের খেজুরতলায় বাসের চাপায় ভ্যান চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন, সিংড়া উপজেলার বড় বারইহাটি গ্রামের তাইরদ্দির ছেলে আত্তারি মৃধা এবং খইরুদ্দিনের ছেলে মোঃ মোজা।
ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি মাহাবুবুর রহমান জানান, বগুড়া থেকে নাটোরগামী জান্নাত পরিবহনের যাত্রীবাহি বাস একটি ব্যাটারী চালিত ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক মোজা ও ভ্যানযাত্রী আত্তারী মৃধা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তৃব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষনা করেন। পরে হাইওয়ে পুলিশ অভিযান চালিয়ে জান্নাত পরিবহনের বাসটি বড়াইগ্রামের রাজাপুর এলাকা থেকে জব্দ করে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
একে