ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে পুলিশ পরিচয়ে বিকাশ কর্মী আতিকুলকে অপহরণ ও বিকাশ কর্মীর মোটরসাইকেল নিয়ে পালানোর সময় ভুয়া একজন পুলিশকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। আটককৃত ভুয়া পুলিশ সালেহ আহমেদ কুমিল্লার লাকসাম এলাকার বাসিন্দা। এসময় বিকাশ কর্মী আতিকুলকে অপহরণ করে নিয়ে যান ভুয়া পুলিশের বাকি সদস্যরা।
পুলিশ জানান, বনপাড়া বিকাশ অফিস থেকে আতিকুল মৌখাড়া বাজারের উদ্যোশে রওনা হলে মহিষভাঙ্গা নটাবাড়িয়া জামে মসজিদ এলাকায় পৌছালে সেখানে দাঁড়িয়ে থাকা সাদা হাইস গাড়ী থেকে কয়েকজন মিলে তাকে পথরুদ্ধ করে পুলিশ পরিচয়ে আটক করে। পরে আরেক বিকাশ সহকর্মী তাকে কেনো ধরেছেন বলতেই ধাক্কা দিয়ে ফেলে থানায় আসতে বলেন তারা। সেখানে আরেক ভুয়া পুলিশ পরিচয়ে মোটরসাইকেল নিতে গেলে তাকে স্থানীয়রা আটক করেন। পরে পুলিশে খবর দিলে বড়াইগ্রাম থানা পুলিশ তাকে থানায় হেফাজতে নিয়ে যান।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারওয়ার হোসেন বলেন, ছিনতাইকারীদের মধ্যে একজনকে থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমআই