চবি প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষার্থীদের ক্যাম্পাসে অভ্যন্তরীণ যাতায়াত সমস্যা নিরসনে নতুনভাবে ৬টি ই-কার চালু করা হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে নতুন ই-কারগুলোর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন। এর মাধ্যমে বর্তমানে ক্যাম্পাসে মোট ১২টি ই-কার চলাচল করছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) যোগাযোগ ও আবাসন সম্পাদক ইসহাক ভূঁঞা বলেন, “আমাদের ইশতেহারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ই-কারের সংখ্যা বৃদ্ধি করা। তাই আরো ৬টি ই-কার যুক্ত করা হয়েছে। শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী ভবিষ্যতে আরও ই-কার সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে। যেসব হল, ফ্যাকাল্টি বা স্থানে ই-কারের চলাচল নেই সেসব জায়গায় নির্দিষ্ট রুট ও স্টপেজ নির্ধারণ করে ই-কার চলাচল নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, “অনেক শিক্ষার্থী ই-কারের ভাড়া কমানোর দাবি জানিয়েছেন। ভাড়া কমানোর বিষয়টি নিয়ে আমরা শীঘ্রই বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনায় বসব।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্ষ অধ্যাপক কামাল উদ্দিন বলেন, “শিক্ষার্থীদের সুবিধার্থে আমরা ই-কারের সংখ্যা বৃদ্ধি করেছি। প্রয়োজনে ভবিষ্যতে আরও ই-কার সংযোজন করা হবে। যেসব স্থানে আগে ই-কার চলাচল করত না যেমন ফরেস্ট্রি, আইন অনুষদসহ অন্যান্য এলাকাতেও এখন ই-কার চলবে। এছাড়া, ১০ টাকার বেশি ভাড়া না নেওয়ার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।”
একে