রাবিপ্রবি প্রতিনিধিঃ
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) ছাত্রদলের আহবায়ক নাসির উদ্দিন অর্ণবের ফেসবুক আইডি সাইবার আক্রমণে ডিজেবল হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) রাত থেকে আইডি পাওয়া যাচ্ছে না বলে জানান তিনি।
এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে পরিকল্পিত সাইবার হামলার অভিযোগ তুলে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাবিপ্রবি শাখা ছাত্রদল।
দপ্তরের দায়িত্বপ্রাপ্ত শরীফ উদ্দিন সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে নাসির উদ্দিন অর্ণব এর আইডি লক্ষ্য করে পরিকল্পিতভাবে এ ধরনের সাইবার হামলা কোনোভাবেই স্বাভাবিক ঘটনা নয়। এটি স্পষ্টতই অশুভ মহলের অপচেষ্টা, যার মাধ্যমে গণতান্ত্রিক অধিকার বাধাগ্রস্ত করা এবং ছাত্রদলের সাংগঠনিক কর্মকান্ডকে ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে।
এ ব্যাপার নাসির উদ্দিন অর্ণব জানান, আইডি পুনরুদ্ধারের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং তিনি আশা করছেন শিগগিরই তার আইডি পুনরায় সক্রিয় হবে।
তিনি আরও বলেন, কোনো অনাকাঙ্ক্ষিত অপচেষ্টা আমাদের গণতান্ত্রিক সংগ্রাম ও সাংগঠনিক কার্যক্রম থামাতে পারবে না। আমরা সত্য, ন্যায় ও মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে পূর্বের মতোই অটল থাকবো।
একে