কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ' এর সম্মেলন। কুমিল্লা ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনের আয়োজনে আগামী ২৭ থেকে ২৯ নভেম্বর তিনদিনব্যাপী এ সম্মেলনটি আয়োজিত হবে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান ছায়া জাতিসংঘ অ্যাসোসিয়েশনের মহাসচিব ইমতিয়াজ আহমেদ চিন্ময়।
কুবি ছায়া জাতিসংঘ সংস্থা কর্তৃক আয়োজিত এই সম্মেলনে এবার থাকছে ৬টি কমিটি। সম্মেলনের কমিটিগুলো হলো – জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি), জাতিসংঘ সাধারণ পরিষদ-১ (ডিআইএসইসি), মানবাধিকার কমিশন (ইউএনএইচআরসি), বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিট (বিএফআইইউ), আন্তর্জাতিক সংবাদ সংস্থা (আইপি) এবং ঐতিহাসিক সংকট কমিটি (এইচসিসি)।
সংবাদ সম্মেলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ অ্যাসোসিয়েশনের মহাসচিব ইমতিয়াজ আহমেদ চিন্ময় বলেন, 'বিগত ২০১৮,১৯,২২,২৪ সালের সফলতার পর পঞ্চমবারের মতো আমাদের কনফারেন্স অনুষ্ঠিত হতে যাচ্ছে। এইবার সম্মেলনে প্রায় ২০০ জন ডেলিগেট অংশগ্রহণ করবেন দেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে। পাশাপাশি যুক্ত থাকবেন প্রায় ২০ জন অভিজ্ঞ নির্বাহী পরিষদ, যারা বিভিন্ন কমিটির কার্যক্রম পরিচালনা করবেন এবং প্রতিনিধিদের নির্দেশনা দিবেন। সারা বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যে-সব ছাত্র ছাত্রীরা আসবে আমরা তাদের যথাযথ সুযোগ সুবিধা এবং আপ্যায়ন করার চেষ্টা করবো। এবারের সম্মেলনটি আশা করি ফলপ্রসূ এবং শিক্ষামূলক হবে।'
উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম ছায়া জাতিসংঘ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৮ সালে। এরপর ২০১৯, ২০২২ এবং ২০২৪ সালে আরও ৩টি জাতীয় পর্যায়ে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
এমআই