ইবতেশাম রহমান সায়নাভ, বেরোবি প্রতিনিধি :
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় ছাত্রসংসদ (ব্রাকসু) নির্বাচন ডিসেম্বরের প্রথম অর্ধে অনুষ্ঠিত করা এবং শীতকালীন ছুটি একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী বহাল রাখার দাবিতে সিন্ডিকেট রুম অবরোধ করে শিক্ষার্থীরা।
বুধবার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ১১৮তম সিন্ডিকেট সভা চলাকালে শিক্ষার্থীরা সিন্ডিকেট চত্বরে অবস্থান নেন। তাদের দাবি—ব্রাকসু নির্বাচন ডিসেম্বরের প্রথমভাগে করতে হবে এবং শীতকালীন ছুটি বাতিল না করে পূর্বঘোষিত সময়েই কার্যকর রাখতে হবে।
মুশিফিকুর রহমান বলেন, “আমরা একই সঙ্গে ছুটি পূর্ণবহাল এবং নির্ধারিত সময়ে শীতকালীন ছুটি চাই। প্রশাসন নানাভাবে আশ্বস্ত করলেও কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি। এখানে প্রার্থীদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের মুখোমুখি দাঁড় করানোর একটি পরিকল্পিত প্রচেষ্টা ছিল। এটি ব্রাকসু নির্বাচন বানচালের একটি সূক্ষ্ম মাইন্ড গেম।”
ছাত্রনেতা ইয়ামিন বলেন, “আমরা কোনো গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করতে আসিনি। আমাদের দাবি—শীতকালীন ছুটি যথাসময়ে বহাল রাখা। কিন্তু আরেকটি গোষ্ঠী তড়িঘড়ি নির্বাচন চেয়ে অবস্থান নিয়েছে। নির্বাচন কখন হবে, তা সিদ্ধান্ত দেবে নির্বাচন কমিশন। সিন্ডিকেট রুমের সামনে এভাবে অবস্থান নেওয়ার অধিকার কোনো শিক্ষার্থীর আছে কিনা—তা আমার জানা নেই।”
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হাজিম উল হক বলেন, “একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি সিন্ডিকেটের সিদ্ধান্ত জানতে এসেছিলাম। কিন্তু এখানে এসে মনে হলো, সাধারণ শিক্ষার্থীর নামে যারা অবস্থান নিয়েছে, তারা নির্বাচন বানচাল ও নিজেদের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে। তাই আমি এখান থেকে চলে যাচ্ছি।”
উল্লেখ্য, ব্রাকসু নির্বাচন, বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ডিসেম্বরের শীতকালীন ছুটি বাতিল করে। একইসঙ্গে ২৪ ডিসেম্বর ব্রাকসু ভোটগ্রহণের তফসিল প্রকাশ করা হয়।
এমআই