বেরোবি প্রতিনিধি :
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) তারাগঞ্জ শিক্ষার্থী কল্যাণ সমিতির নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছেন দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী আলমগীর সরকার (সভাপতি) এবং ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ১৪ তম ব্যাচের শিক্ষার্থী ভূপেন পাল (সাধারণ সম্পাদক)।
গত বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠানের পর নবনির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণ করে।
নতুন কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন—
- সহ-সভাপতি: সাদিয়া সিদ্দিকী নির্যাস, মো. ইমন মিয়া, মো. মোস্তফা
- যুগ্ম সাধারণ সম্পাদক: খাদেমুল ইসলাম হিমেল, তানবিন লাভা, মো. মোকছেদুল ইসলাম
- দপ্তর সম্পাদক: সারোয়ার ইসলাম
- সাংগঠনিক সম্পাদক: হাসানুর রহমান
- সহ সাংগঠনিক সম্পাদক: তাসনিম আক্তার, মো. বায়েজিদ বোস্তামি
- সাংগঠনিক সম্পাদক (সাহিত্য ও শিক্ষা): মরিয়ম আক্তার
- সাংগঠনিক সম্পাদক (সংস্কৃতি ও পরিবেশ): আশরাফি জুই
- সাংগঠনিক সম্পাদক (ক্রীড়া): সৌরভ শেখ
- উপ-কোষাধ্যক্ষ: সৌমিক কুমার, মো. হানিফ মিয়া, কল্যাণ রায় সৌমেন
- প্রচার সম্পাদক: মো. তৌফিক হাসান তারিক
- উপ-প্রচার সম্পাদক: মো. আবদুল্লাহ আল, আল-আমিন প্রামাণিক
- কার্যনির্বাহী সদস্য: জাকিয়া রেজওয়ানা জেনি, বাঁধন রায়, জেসমিন আক্তার, মো. আলফা বিন ইয়াসমিন ফাহিম, আশেক আলী, মেহেদী হাসান, মো. সুজন হোসাইন, মো. মেজমাউল হক
ভূপেন পাল বলেন, “বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরে হলেও অন্যান্য উপজেলা সমিতির তুলনায় তারাগঞ্জ থেকে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা খুব কম। নতুন কমিটি বেরোবিতে তারাগঞ্জের শিক্ষার্থীদের সুবিধা–অসুবিধা এবং ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির পাশাপাশি ঝরে পড়া রোধে কাজ করবে। আমরা তারাগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা, আত্মউন্নয়ন এবং নানা সমস্যা পর্যবেক্ষণ করবো। নতুন কমিটির জন্য সবার দোয়া কামনা করছি।”
আলমগীর সরকারের বলেন, “তারাগঞ্জের সকল শিক্ষার্থীর পাশে দাঁড়ানোই আমার একমাত্র প্রতিশ্রুতি। আপনাদের সহযোগিতা ও সমর্থন পেলে এই সমিতিকে তারাগঞ্জের শিক্ষাব্যবস্থার আলোকবর্তিকা হিসেবে গড়ে তুলতে চাই।”
একে