তালুকদার হাম্মাদ, ইবি প্রতিনিধি:
ইসলামি বিশ্ববিদ্যালয়ের সামাজিক সংগঠন স্বপ্নবিতান কর্তৃক 'হৃদকমল' উৎসবের আয়োজন করা হয়েছে। এতে শীতের পিঠা, বাহারি প্রকারের মিষ্টি, গান, কবিতা আবৃত্তিসহ নানান আয়োজনে মেতে উঠে বিশ্ববিদ্যালয়। রবিবার (২১ ডিসেম্বর) বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত বিশ্বিবদ্যালয়ের আম বাগানে তারা এ আয়োজন করে।
উৎসস্থলে দেখা যায়, বিভিন্ন ধরনের খাবার ও পিঠার জন্য ভিন্ন ভিন্ন তিনটি স্টল দেওয়া হয়েছে। যেখানে শিক্ষার্থীরা নিজ হাতে তৈরি করা বাহারি প্রকারের শীতের পিঠা, পায়েস, জামাই পিঠা, পাটিসাপটা পিঠা বিক্রি করছেন। উৎসবে শিক্ষার্থীদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। শিক্ষার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল খড়ের তৈরি গ্রামীণ রান্নাঘর যা চাল ভাঙার ঢেকি, মাটির চুলো, মাটির কলসি, হারিকেন দিয়ে সাজানো হয়।
এসময় সংগঠনটির সভাপতি সায়েম আহম্মেদ বলেন, "আমাদের অনুষ্ঠানের মৌলিক উদ্দেশ্য হলো বাঙালি সংস্কৃতিকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা। সেজন্যই আমাদের প্রোগ্রামের এক পাশে গ্রামীণ রান্নাঘর সাজিয়েছি। যেখানে দেখানোর চেষ্টা করেছি কীভাবে শীতের শুরুতে চালের আটা তৈরি করা হয়, গ্রামীণ রান্না ঘর কেমন হয়। পাশাপাশি আমাদের সাংস্কৃতিক পর্ব বাঙালি আদলে সাজনো হয়েছে। এছাড়াও আমরা শহিদ হাদিকে উৎসর্গ করে বিদ্রোহী কবিতা আবৃত্তি করছি। "
এমআই